"Keep Calm and Stay Strong !!"
গত বছর নভেম্বর মাসের ৫ তারিখের ডুয়েট ভর্তি (Session 2017-18)
পরীক্ষার ফলাফল ৮ তারিখে দেওয়ার পর যারা ঈদানন্দ করতেছেন। তারা কি ভাবছেন??
পরীক্ষার ফলাফল ৮ তারিখে দেওয়ার পর যারা ঈদানন্দ করতেছেন। তারা কি ভাবছেন??
যুদ্ধ শেষ !!
জি হ্যাঁ„ যুদ্ধ শেষ !!
কিন্তু, কিন্তু কি??
সত্যিই কি যুদ্ধ শেষ ??
জি হ্যাঁ„ যুদ্ধ শেষ !!
কিন্তু, কিন্তু কি??
সত্যিই কি যুদ্ধ শেষ ??
নাহ !! যুদ্ধ শেষ হয়নি ||
কারন জীবন যুদ্ধ কখনো পাস্ট টেনস হয়না !! সেটা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবেই চলতে থাকে|| গত ৮ তারিখে রেজাল্টের পর যারা চান্স পেয়ে নিজেকে যুদ্ধে বিজয়ী ভেবে হৈ-হুল্লোড়ে মেতে আছেন || তারা ভুল করতেছেন !! (কিন্তু তাই বলে যে আনন্দ করবেন না, আনন্দিত হবেন না, আমি সেটা বলিনি।) কেন??
কারন জীবন যুদ্ধ কখনো পাস্ট টেনস হয়না !! সেটা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবেই চলতে থাকে|| গত ৮ তারিখে রেজাল্টের পর যারা চান্স পেয়ে নিজেকে যুদ্ধে বিজয়ী ভেবে হৈ-হুল্লোড়ে মেতে আছেন || তারা ভুল করতেছেন !! (কিন্তু তাই বলে যে আনন্দ করবেন না, আনন্দিত হবেন না, আমি সেটা বলিনি।) কেন??
তারা ভুল করবেন, কারন তাদের জীবন যুদ্ধে প্রস্তুতি ম্যাচে জয়ী হয়েছেন মাত্র || তাহলে আসল যুদ্ধ কোনটা ?? হুম, আসল যুদ্ধ ও আছে এবং সেটা আরো সামনে|| সামনের দিন গুলোতেই দেখতে পাবেন আসল যুদ্ধ কি?? আমি আর বললাম না||
আর যারা চান্স পাননি, তাদের কে বলছি|| আপনার প্রাথমিক যুদ্ধ শেষ, কিন্তু আপনি প্রাথমিক যুদ্ধে পরাজিত সৈনিক !! এটাইতো ভাবছেন, কিংবা মাথায় এটাই ঘুরছে, তাইতো??
মাথায় এসব ঘুরতেই পারে, পিড়া দিতেই পারে, আশে পাশের লোকজন টিজ করতেই পারে, কাঁটা গায়ে নুনের ছিটা কে না দেয়, মজা নিতে সবাই চায়|| করুক মজা, জানেনতো পরাজিত সৈনিক দের কেউ দেখতে পারেনা !! আর জয়ী সৈনিকদের ক্ষেত্রে তখন - "সাত খুন মাপ !!"
বাদ দেন তো এসব, ভাবনায় ঘুরে ফিরে আসবেই, ডিপ্রেশনে ভুগবেন, ধোঁয়া উড়িয়ে হতাশা মুছতে চাইবেন|| কিন্তু পারবেন না, পারতে হলে আপনাকে একটা কাজ করতে হবে|| তাহলে আর এসব মাথায় আসবেনা|| জানি কাজটাও করতে পারবেন না, কিন্তু আপনাকে যে করতেই হবে, হোক বা না হোক অন্তত ট্রাই করতে হবে||
এই কাজটাই করুন, যদি আপনার সুযোগ থাকে|| তাহলে কয়েকদিন পরেই আরেকটা বার ভর্তি যুদ্ধে নামার জন্য রেডি হয়ে যান না|| আরেকটা বার চেষ্টা করে দেখুন না|| যেনো ঈশ, ডুয়েট আমার হলোনা !! এই আপসোসটা না থাকে জীবনে। দেখলেন, আপনাকে কত বড় ভাবনায় পেলে দিলাম !! আপনি ভাবছেন ?? কিন্ত কি ভাবছেন?? আমি জানি !!
আপনি ভাবছেন??
আপনাকে দিয়ে হবেনা !!
কিন্তু কেন হবেনা?? একটু ভাবুনতো !!
আচ্ছা আপনি কি মাকড়সাকে জাল বুনতে দেখেছেন?? বাবুই পাখিরা যে বাসা বুনে সেটা দেখেছেন?? রবার্ট ব্রুসের কথা নাইবা বললাম !! কারন ওটা স্কুল লাইফেই শত বার পড়েছেন||
আপনাকে দিয়ে হবেনা !!
কিন্তু কেন হবেনা?? একটু ভাবুনতো !!
আচ্ছা আপনি কি মাকড়সাকে জাল বুনতে দেখেছেন?? বাবুই পাখিরা যে বাসা বুনে সেটা দেখেছেন?? রবার্ট ব্রুসের কথা নাইবা বললাম !! কারন ওটা স্কুল লাইফেই শত বার পড়েছেন||
আচ্ছা আপনি কি জানেন??
মৌমাছির দল মৌছাকে মধু সংগ্রহের জন্য ষাট (৬০) লক্ষ ফুল-ফল ও পরাগে দৌড়ায় !! তাহলে আপনাকে দিয়ে কেন হবেনা?? একটু বলবেন আমায়?? উত্তরটা দিয়ে যাবেন কিন্তু|| আমি অপেক্ষায় রইলাম||
মৌমাছির দল মৌছাকে মধু সংগ্রহের জন্য ষাট (৬০) লক্ষ ফুল-ফল ও পরাগে দৌড়ায় !! তাহলে আপনাকে দিয়ে কেন হবেনা?? একটু বলবেন আমায়?? উত্তরটা দিয়ে যাবেন কিন্তু|| আমি অপেক্ষায় রইলাম||
আর হ্যাঁ, এই মুহুর্তে আপনার কোন কাজ নেই|| চান্স পাননি, একবারে হয়নি বলে বসে থাকবেন কেন?? ডুয়েট তো আপনাকে আরেকটাবার সুযোগ দিচ্ছে।
তাই এই মূহুর্তে আপনি একটা কাজ করতে পারেন|| বেরিয়ে যান বাড়ি থেকে||
তাই এই মূহুর্তে আপনি একটা কাজ করতে পারেন|| বেরিয়ে যান বাড়ি থেকে||
কি বলেন ??
কোথায় যাবো??
হুম, বেরিয়ে যান বাড়ি থেকে !!
কোথায় যাবেন তাইতো ??
কোথায় যাবো??
হুম, বেরিয়ে যান বাড়ি থেকে !!
কোথায় যাবেন তাইতো ??
একটা কাজ করুন, আপনার খুব কাছের বন্ধুর কাছে গিয়ে এক সপ্তাহ ঘুরে আসুন, কাছের কোন বন্ধুকে নিয়ে কোন পর্যটন এরিয়ায় বা সমুদ্রের সান্নিধ্য উপভোগ করে আসুন !! নাহয় আপনার প্রিয় ও পছন্দের জায়গা থেকে ঘুরে আসুন|| মনে রাখবেন, এই সময় কারো কথায় কান দিবেন না|| কে? কি বললো? আই ডোন্ট কেয়ার রুলসে চলুন...
মন যা চায়, তাই করুন || যে আপনাকে খুব বুঝে, তার সান্নিধ্যে থাকুন || দেখবেন, এক সপ্তাহ, দশ দিন পরে সব ঠিক হয়ে যাবে|| ভেঙ্গে পড়া যাবেনা|| শুধু এটাই মনে করুন, ডুয়েট আপনার জন্য একটা প্লাটফর্ম, সেটায় আজ পৌঁছাতে পারেননি, তো কি হয়েছে?? কাল অবশ্যই পারবেন||
একটু দম নিন, একটু দীর্ঘশ্বাস ছাড়ুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিয়মিত নামাজ পড়ুন, দেখবেন আপনিই পারবেন|| আর যদি এই প্লাটফর্ম এ আর না আসুন, তবে প্রাথমিক যুদ্ধের প্রস্তুতি দিয়ে, চাকুরী নামক সোনার হরিনের পিছু ছুটুন ||
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা সামনে বিএসসি পড়বেন, তাই ৬-৮ মাস সময় নিয়ে, হার্ডলি ট্রাই করে ডিপার্টমেন্ট অনুযায়ী যে কোন একটা প্রফেশনাল কাজে ট্রেনিং করে, এক্সপার্ট কারো হেল্প নিয়ে নিজেকে পারফেক্ট করুন, যেটা জানবেন আগাগোড়া, খুটিনাটি ভালো করে জানুন।
দেখবেন সাফল্য আসবেই || হ্যাঁ, সাফল্য আসবেই, আমি বলছি সাফল্য আসবে এবং সেটা আপনাকে দিয়েই আসবে|| আমাদের ভুলে গেলে চলবেনা যে-"নিশ্চয় আল্লাহ যা করেন, বান্দার ভালোর জন্যিই করেন ||" তাই আল্লাহর উপর ভরসা রাখুন, নিশ্চিন্তে বাঁচুন..."Keep Calm and Never Lose Hope !!"-Mind It..
Saifulläh Amïn
CSE 14th Batch, DUET.
No comments