ইনবক্সে অনেকেই জানত চেয়েছেন- ভাইয়া,
👉"DUET Admission Test" এর প্রশ্ন প্যাটার্ন ও উত্তরপত্রের ধরন কেমন হয়?
👉প্রশ্ন কি বাংলায় নাকি ইংলিশে হয়?
👉প্রশ্ন কি অতিরিক্ত দেওয়া থাকে নাকি যা উত্তর দিতে হবে তাই থাকবে?
👉প্রশ্ন আর উত্তর পত্র কি একসাথে নাকি প্রশ্ন আলাদা এবং উত্তর পত্র ও আলাদা?
আজকের লেখাটা "DUETian" হতে চাওয়া সেই সকল স্বপ্নবাজ ছোট ভাইবোনদের জন্য।
|
Images: Logo of DUET. |
👉 "DUET Admission Test" এর প্রশ্ন প্যাটার্ন হচ্ছে লিখিত এবং এমসিকিউ এর সংমিশ্রণ। তবে শতকরা (৭০-৭৫)% নাম্বারই হচ্ছে লিখিত, আর (৩০-২৫)% নাম্বার হচ্ছে এমসিকিউ। এমসিকিউ প্রত্যেকটির জন্য ৪ টা অপশন থাকে, আপনার কাজ হচ্ছে সঠিক উত্তরে শুধুমাত্র টিক মার্ক দেওয়া। প্রশ্ন ও উত্তর পত্র সর্বোচ্চ ৯-১১ পৃষ্ঠার এর মধ্যেই হয় সবসময়।
|
Images:Page-1, Session, 2016-171st Paper Question, (CSE & ME) |
👉প্রথমেই বলছি "DUET Admission Test" এর প্রশ্ন বাংলায় এবং ইংলিশে হয়ে থাকে। অর্থাৎ বাংলায় প্রশ্ন করলে, সেই প্রশ্ন ব্র্যাকেটে ইংলিশে করা থাকবে এবং ইংলিশে করা থাকলে ব্র্যাকেটে বাংলায় থাকবে। বাংলায় না বুঝলে ইংলিশে পড়বেন, ইংলিশে না বুঝলে বাংলায় পড়বেন। ঠিক তেমনি উত্তর ও বাংলায় করবেন, আর আপনি চাইলেও ইংলিশেও করতে পারেন। তবে ৯৯.৯৯% ছাত্র-ছাত্রীই বাংলায় করে। বাংলায় প্রশ্নে ভুল করে, টাইপ মিস্টেক হয়ে কখনো কোন ডাটা, অংকের মান ভুল হলেও ইংলিশ প্রশ্নে ভুল না হওয়ার সম্ভাবনা ৯৯.৯৯%, তাই কেউ ডাটা বা কোন অংকের মান কনফিউশনে ভুগলে ইংলিশ প্রশ্নও একনজর দেখে নিবেন।
|
Images:Page-2, Session, 2016-17,1st Paper Question,(CSE & ME) |
|
Images:Page-2, Session, 2016-17,1st Paper Question, (CSE & ME) |
|
Images:Page-4, Session, 2016-17,1st Paper Question, (CSE & ME) |
👉 প্রশ্নে যতটা উত্তর দিতে হবে, ততটাই থাকে, কোন অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকেনা(যেমন ১০ টি থেকে যে কোন ৮ টি প্রশ্নের উত্তর দাও,এরকম থাকেনা)। নন ডিপার্টমেন্টে ১৫-২০ টা প্রশ্ন থাকে, এদের মধ্যে আবার কোনটার (a),(b)... বা (i),(ii)... সাব প্রশ্ন ও থাকে, তেমনি ডিপার্টমেন্টের ক্ষেত্রেও তাই। নন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কোন প্রশ্নের মান ২ থেকে শুরু করে সর্বোচ্চ ৮ পর্যন্ত হতে পারে, আবার ৩,৪,৫,৬,৭ ও হতে পারে (সাব প্রশ্ন অনুযায়ী)। ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রশ্নের নাম্বার ২ থেকে শুরু করে ৩,৪,৫,....১০,১১,১২,১৩,১৪ নাম্বার পর্যন্ত ও হতে পারে। আর এমসিকিউ সবসময় ২ নাম্বার করে এবং এমসিকিউ ভুল উত্তরের জন্য কোন নাম্বার কর্তন করা বা নেগেটিভ নাম্বার নেই।
|
Images:Page-5, Session, 2016-17,1st Paper Question, (CSE & ME) |
|
Images:Page-6, Session, 2016-17,1st Paper Question, (CSE & ME) |
👉 প্রশ্ন এবং উত্তর পত্র একটাই, অর্থাৎ উত্তর পত্রের সাথে প্রশ্ন। আলাদা আলাদা কোন প্রশ্ন ও উত্তর পত্র নেই। তবে নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের উত্তর পত্র আলাদা আলাদা। আপনি প্রথন ১ ঘন্টা নন ডিপার্টমেন্ট (১ম পত্র) উত্তর দিবেন, পরের ১ ঘন্টা ডিপার্টমেন্ট এর উত্তর দিবেন। আপনাকে সিট থেকে উটতে হবেনা, ১ ঘন্টা পূরনের ৫ মিনিট আগেই আপনার টেবিলে ডিপার্টমেন্টের উত্তরপত্র রেখে যাবে, ১ ঘন্টা শেষে বলার পরে আপনি আর নন ডিপার্টমেন্টের খাতায় একটা অক্ষর ও লিখবেন না, সাথে সাথে ডিপার্টমেন্টের উত্তর পত্র নিয়ে সব তথ্য পূরণ করে উত্তর লেখা শুরু করবেন।
|
Images:Page-7, Session, 2016-17,1st Paper Question, (CSE & ME) |
|
Images:Page-7, Session, 2016-17,1st Paper Question, (CSE & ME) |
|
Images:Page-9(Last of Non-Department), Session (2016-17), 1st Paper Question, (CSE & ME) |
👉সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, প্রত্যেক প্রশ্নের নিচে ঐ প্রশ্নের উত্তর ও মার্ক অনুসারে জায়গা ফাঁকা থাকে। আপনাকে ঐ নির্দিষ্ট ফাঁকা জায়গাতেই উত্তর দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আপনি কোন প্রশ্নের উত্তর তার জন্য নির্দিষ্ট জায়গায় ভুল উত্তর দিয়ে ফেলেন, এবং পরে আপনার মনে হলো আপনি ভুল লিখছেন এবং আপনার তখন সঠিক ও নির্ভুল উত্তরটা মনে পরছে। ঠিক এই সময় ঘাবড়ানোর কিছু নেই, প্রশ্ন ও উত্তর পত্রের সর্বশেষে একটা সাদা ও খালি পৃষ্ঠা থাকে, আপনি প্রশ্নের নাম্বার লিখে ভুল করা প্রশ্নের উত্তর ঐ শেষ পৃষ্ঠায় লিখতে পারেন।
|
Images:Page-1, Session(2016-17),2nd Paper Question, (CSE) |
|
Images:Page-2, Session(2016-17),2nd Paper Question, (CSE) |
|
Images:Page-3, Session(2016-17),2nd Paper Question, (CSE) |
👉আপনাদের বুঝার সুবিধার্থে, এখানে আমি ২০১৬-২০১৭ সেশনের ভর্তি পরীক্ষার প্রথন পত্র(নন ডিপার্টমেন্ট) ও দ্বিতীয় পত্র (সিএসই ডিপার্টমেন্টের) প্রশ্ন এড করে দিলাম। উপরের লেখার আলোকে সবকিছুই বুঝবেন যদি এখানে দেওয়া ছবি গুলো দেখেন। সব ডিপার্টমেন্ট ও সব শিফটের পরীক্ষার প্রশ্ন দিতে গেলে অনেক ছবি হয়ে যাবে, তাই এক শিফটের ও সিএসই ডিপার্টমেন্টের প্রশ্ন দেওয়া হলো। তবে এরকম পেপারে পরীক্ষা হয়না, পরীক্ষা হয় খাতার মতো করে মাঝখানে পিনাফ করা খাতায়, যে খাতার কাভার পেজটা হয় রঙ্গিন, যার প্রথম পৃষ্ঠায় থাকে ছাত্র-ছাত্রীদের পূরনীয় তথ্যাদি এবং নির্দেশাবলী সেই সাথে উত্তরপত্রের আর্নকৃত কাউন্টেবল মার্কের একটা টেবিল ও দায়িত্বরত শিক্ষকের সিগনেচার বক্স।
|
Images:Page-4, Session(2016-17),2nd Paper Question, (CSE) |
|
Images:Page-5, Session(2016-17),2nd Paper Question, (CSE) |
|
Images:Page-6, Session(2016-17),2nd Paper Question, (CSE) |
|
Images:Page-7, Session(2016-17),2nd Paper Question, (CSE) |
Thanks vhai
ReplyDelete