Happy Birthday to You MASH.

হ্যাপি বার্থডে টু ইউ !! কাকে ভাই ??
আপনিতো দেখি খুবই বোকা„ আপনি জানেননা আজ অনেকজনের জন্মদিনের মধ্যে অন্যতম একজনের জন্মদিন !!কে তিনি ভাই?? দূর মিয়া…
আজ মাশরাফির জন্মদিন !! ওহ……

জি হ্যাঁ„তাকে নিয়া লেখা বা বলার যোগ্যতা আমার নাই। কারন মাশরাফি কোন ব্যক্তি না„ নয় কোন খেলোয়ার।মাশরাফি তার চেয়েও অনেক বড় কিছু !! জি„অনেক বড় কিছুই বটে„ সবার জন্য না হলেও বাঙ্গালী ক্রিকেট পাগলাদের জন্য। যারা ক্রিকেট বুঝে তাদের জন্য।
আপনি চাইলে খুব সহজে স্টার কিংবা সুপারস্টারদের ভক্ত হতে পারবেন„কিন্তু মাশরাফির ভক্ত খুব সহজ মাশরাফির ভক্ত হতে পারবেননা বরং মাশরাফি কোন ধর্ম হলে সেই ধর্মের অনুসারী খুব সহজে হতে পারবেন। হৃদ মাঝারে মাশরাফিকে প্রেমিকার আসনে বসাতে পারবেন„তার জন্য রাতজাগতে পারবেন„ফুলদানি ফুল সাজানো মতো কিংবা সুতায় ফুল দিয়ে মালা সাজানোর মতো ভালোবাসতে পারবেন তাকে !!
আমি নির্দ্বিধায় স্বীকার করতে পারি„আমি স্বাধীনতা যুদ্ধে বীর যোদ্ধাদের যুদ্ধ দেখিনি কিন্তু আমি মাশরাফি নামের এক লড়াকু সৈনিক কে দেখেছি। যিনি জীবনের বাজি নিয়া খেলার মাঠে খেলে যাচ্ছে। দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন !!
পঙ্গুত্ব তাকে হাতছানি দিয়ে ডাকে„কিন্তু মাশরাফি তিনিই !! যিনি দু'পায়ে ১২ বার ইঞ্জুরি ও ৭ টা সার্জারি থাকা স্বত্তেও বীরের মত লড়াই করে যাচ্ছেন
সেই অনেক অনেক আগে ইংল্যান্ড এর সাথে সাদা জার্সিতে মাশরাফি যেদিন ইঞ্জুরিতে পড়েছিলো„সেদিন টিভির পর্দাতেই আমার চোখ ছিলো। সেই থেকে ইঞ্জুরি তার নিত্য সঙ্গী। নিত্য সঙ্গী আজ তের বছর থেকে„বলতে পারেন ইঞ্জুরির সাথে তার প্রেম হয়ে গেছে…

মাশরাফি কে ভালোবেসে তার ভক্তরা„তার প্রেমিকরা "ম্যাশ"„"বস"„"পাগলা"„লিজেন্ড এবং "গুরু" বলে ডাকে। মাশরাফি বলতেই পাগল সব ক্রিকেট ভক্তরা„ তিনিও পাগল ভক্তদের জন্য। তাই পাগলাদের সাথে পাগলামিটা পাগলা ভালোই জমিয়ে তুলেন সবসময়। যেমন মাঠে„গ্রামে„তেমনি ড্রেসিং রুমে…
একজন মানুষের প্রধান লক্ষ্য সফল মানুষ হওয়া। কিন্তু কৌশিক শুধু মানুষ হিসেবে সফল নয়„ সে একজন ক্রিকেটার হিসাবে যেমন সফল„ তেমনি অধিনায়ক হিসাবে সফল।
আমার দেখা ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন এম এস ডি„ হয়তো অনেকের চোখে রিকি পন্টিং কিংবা স্টিফেন ফ্লেমিং ও হতে পারে„ হতে পারে গ্রায়েম স্মিথ ও। এরা সবাই নিজ নিজ নেতৃত্ব গুনে নিজ নিজ দলের হয়ে সবখানেই সফল। হয়তো ফ্লেমিং আর গ্রায়েম স্মিথের এর ওয়ার্ল্ড ট্রফি নেই…
কিন্তু জনপ্রিয়তার দিক থেকে তারা আমাদের গুরু'র চাইতে এক ধাপ পিছিয়েই থাকবে। কারন মাশরাফি শুধুই একজন অধিনায়ক নয় তিনি পুরো বাঙ্গালি জাতির অনুপ্রেরনার আরেক নাম। তিনি বাংলাদেশের তরুন পেসারদের আইডল„তার হাত ধরেই দেশের পেস আক্রমনের নব সূচনা...
গানটা প্রায়ই শুনি-
"মাশরাফি মাশরাফি„
তুমি কোটি প্রাণের আশা।
মাশরাফি মাশরাফি„
তুমি লাল-সবুজের ভালোবাসা !!"
জি„মাশরাফি মানে লাল-সবুজের ভালোবাসা। বাংলার ইতিহাসে অনেকেই আসবেন„ আরেকজন মাশরাফি বিন মর্তুজা আসবেন না। সেই আফসোসটা পরের প্রজন্মের জন্য তোলা থাকুক„ এই প্রজন্মে তাকে দেওয়ার জন্য আমি নাহয় আল্লাহকে ধন্যবাদই জানাই।
ভালোবাসি ম্যাশ„😍
ভালোবাসি পাগলা„👌
ভালোবাসি গুরু„আবারো
বলছি হ্যাপি বার্থডে টু ইউ !!
🎂


No comments

Powered by Blogger.