এই শহরে রাত বলে কিছু নেই !!
এই শহরে রাত বলে কিছু নেই !! যা আছে তা হলো কিছু ক্লান্তি„ আর কিছু ঘরে পেরা মানুষের গল্প। ওভার ব্রীজের উপর দাঁড়িয়ে থাকা কোন পতিতার নির্বাক চাহনি„ মৃদু আলোয় ল্যামপোস্টের নিচে শুয়ে থাকা কোন বাস্তুহীন চিন্নমূল পথিক„ নিকোটিন হাতে ঘুটঘুটে অন্ধকারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোন যুবক !!
এ শহরে রাতের আকাশের একেকটা তারা একেকটা আর্তনাদ !! এখানে রাতের আকাশে ভেসে বেড়ায় চাওয়া না পাওয়ার অগনিত হিসেব। এখানে কেবলই দীর্ঘশ্বাস, কিছু নিকোটিনের ধোঁয়া„ যা মিশে যায় রাতের গভীর আধারে„ ড্রয়ারে জমতে থাকা স্লিপিং পিল এর খালি পাতায় !!
এখানে জোৎস্না বলে কিছু নেই„ হঠাৎ করে কোন একদিন জোৎস্না হলে বুঝে ওঠার অবকাশ নেই। কারন এখানে জানালা গুলোতে চাঁদের আলো পোঁছায় না„ এখানে আকাশের চাঁদ থাকে বইয়ের পাতায় ডিজিটাল প্রিন্ট হয়ে !!
এখানে মায়েরা খোকা খুকি দের গল্প শুনিয়ে ঘুম পাড়ায় না„ খোকা খুকিরা টেবিলেই পরম ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে "জীবন জীবনের জন্য "গল্পের হিসেব কষতে কষতেই !! এখানে রাত নেই„ এখানে জোৎস্না নেই„ এখানে কেবলই জীবন যুদ্ধের দৌড়াদৌড়ি। সবাই এক একটা বাজির ঘোড়া !!
এখানে রাত নেই কেবলই গভীর অন্ধকার„ এখানে সূর্য অস্তমিত না হলে এরা বোধহয় জানতোই না রাত বলে কিছু একটা আছে„ এখানে অজস্র তারা আছে„ নিভু নিভু করে জ্বলতে থাকা জোনাকি আছে„ রুপালি আলোর জোৎস্না আছে„ আছে ঘোর অন্ধকার„ নির্জন অন্ধকার„ গভীর আন্ধকার !!
No comments