The is the Most Beautiful Video I Ever Seen.
এই পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর ভিডিও !!
জুম্মাহর দিন মানে গরীবের হজ্বের দিন। তেমনি ২১ সেপ্টেম্বর ২০১৮, দিনটি ছিলো রোজ শুক্রবার। মুসলিম উন্মাহর জন্য বিশেষ দিন, জুম্মাহর নামাজের দিন। আর জুম্মাহর দিন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া মুসলিম ভাইটাও জুম্মাহ আদায়ের চেষ্টা করে। অন্যান্য দিন মসজিদের জায়গা ফাকা থাকলেও জুম্মাহর দিন মসজিদ তো দূরের কথা মসজিদের ছাদেও জায়গা হয়না। গ্রামের কথা বাদ দিলাম ঢাকা শহরের প্রত্যেকটা মসজিদের ভিতরে, ছাদে এবং কি মসজিদের সাথের রাস্তাও কিছুক্ষনের জন্য মুসল্লিদের জুম্মাহ আদায়ের জন্য ব্লক করা থাকে। মুসল্লিরা নামাজ আদায় করেন।
কিন্তু এখন বর্ষাকাল, ঝড় বৃষ্টির দিন, সাথে বজ্রপাতের সম্ভাবনাতো থাকেই। সাধারনতই আমাদের বাংলাদেশে জুম্মাহর নামাজ অনুষ্ঠিত হয় ১ টার পরে, খতিব (ইমাম সাহেব) বয়ান করেন প্রায় ২০-৩০ মিনিট, তারপরেই খুতবা এবং খুতবা শেষে জুম্মাহ। আর সেদিন জুম্মাহর নামাজ শুরুর আগেই দেশের প্রায় জায়গায় বৃষ্টি শুরু হয়ছিলো, সাথে বজ্রপাত তো আছেই।
ঢাকাতেও বৃষ্টি হয় সেদিন, তখন "মতিঝিল ঝিলপাড় মসজিদ, ঢাকা" জুম্মাহর নামাজ আদায়ের সময় প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়, কিন্তু এই সময় খোলা আকাশের নিচে (মাঠে,রাস্তায়) নামাজ আদায় করতে থাকা অনেক মুসলমান কেউই নামাজ ছেড়ে দেয়নি। যে সুন্দরতম দৃশ্য (Das Sourav) নামক এক সনাতন ধর্মী ভাই ভিডিও আকারে ধারন করেন। যেটা পরে ফেসবুকে উনি পোস্ট করেন আর সেটা ভাইরাল হতে থাকে। ভিডিওটা নিজের ওয়ালে পোস্ট করে উনি লিখেছেন- "#Respect, বাসার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, কিন্তু এই তুমুল বৃষ্টিতে সামনের মাঠে তাকাতে যে দৃশ্যটি ভালো লাগলো তা ছিলো এমন !!"
নামাজ হল বেহেস্তের চাবি, একটা তালা লাগানো ঘরে প্রবেশ করতে গেলে যেমন চাবির প্রয়োজন হয়, ঠিক তেমন নামাজ ছাড়া বেহেস্তেও প্রবেশ করা যাবেনা !! আর স্বয়ং আল্লাহ নিজেই বলছেন -" যে কোন পরিস্থিতিতে নামা ছাড়া যাবেনা !!" হে আল্লাহ্ আমাদের সবাইকে ক্ষমা করুন, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করুন !!-আমিন
No comments