One Side Love.

One Side Love is the Pure Love.

পৃথিবী'র শুদ্ধতম সম্পর্ক গুলোর মধ্যে একটি হচ্ছে একতরফা ভালোবাসা|| এই একতরফা ভালোবাসায় থাকে একটা অবুঝ মনের শুদ্ধতম অনুভূতিগুলো|| যে অনুভূতির মাঝে কোন চাওয়া পাওয়ার Accounts থাকেনা„আর থাকলেও শুধু সেটা ভালোবাসার বিনিময়ে ঐ ভালোবাসাটুকুই…
~
এই সম্পর্কের মধ্যে দুজন থাকলেও ভালোবাসা বাসিটা শুধু একজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে||যাতে নেই কোন Commitment„ নেই কোন দায়বদ্ধতা|| এই রাজ্যে কেউ কোন একজন রমণীকে রাণী বানিয়ে রাখে„আর কেউ একজন স্বপ্নের রাজকুমার কে রাজা বানিয়ে রাখে…
~
এতে নেই কোন পাপবোধ„কোন শারীরিক চাহিদা বা অদ্ভুত টাইপের কিছু||শুধুই ভালোবাসা থাকে„ একতরফা প্রেম মানে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোনোর আগ পর্যন্ত তার নামটা জপে যাওয়া||প্রশ্ন করে ঐ পাশ থেকে উত্তরের অপেক্ষায় না থাকা||একতরফা প্রেম মানে সে আমাকে ভালোবাসে কিনা„তার Justify না করা||একতরফা ভালোবাসা মানে সামান্য কিছুতেই ব্রেকআপ ব্রেকআপ শব্দ কানে টুং টুং করে না বাজা…
~
কিন্তু অনেকে এটাকে "The MosT COmplete LoVe" বললেও আমি কিন্তু এটাকে পাগলামি এবং "InComPletE Love" বা সম্পর্ক বলবো||জানেনতো„ HYdroGeN (হাইড্রোজেন) আর OxYZeN (অক্সিজেন) এর বিক্রিয়ায় যেমন পানি তৈরি হয়„আবার ২ এর সাথে ২ যোগ করলেও ৪ হয়|| একটা ছাড়া যেমন অন্যটা এককভাবে পানি তৈরি করতে পারেনা কিংবা ২ এর সাথে ১ বা ৩ যোগ করলে যেমন ৪ হবেনা|| ঠিক তেমনি একতরফা ভালোবাসা শুদ্ধতম ভালোবাসা হলেও ComPLete হতে পারেনা…
~
আর প্রকৃতি এবং পরিবেশ কিন্তু একতরফা কোন কিছুকে মেনে নিতে পারেনা|| তাই একতরফা কেউ কাউকে ভালোবেসে গেলে আমরা তাকে পাগলামি বলি আর এর পাগলামি বহনকারী মানব/মানবীকে বলি পাগল/পাগলি!! কিন্তু তাদের কাছে তারা সবসময় নির্দোষ থেকে যায়„তারা তাদের ভালোবাসাটাকে শুদ্ধ দেখেই সান্তনা পায়|| এরকম পাগল আর পাগলীরা- "বেঁচে থাকুক একতরফা কাউকে ভালোবেসে„অমরত্ব লাভ করুক তাদের একতরফা ভালোবাসা গুলো…"...

No comments

Powered by Blogger.