Do It Now & Say It Now.

Do It Now & Say It Now...

বেঁচে থাকা অবস্থায় হয়তো SORRY বলার একটা অপশন হাতে থাকে„ ক্ষমা চাওয়ার একটা সুযোগ থাকে„ ভুল গুলো সমাধান করার একটা অনুরোধ থাকে। কিন্তু মরে গেলে সে সুযোগ টাও থাকেনা„ থাকবেনা„ থাকার কথাও না !!
তোমার দেওয়া শেষ স্টাটাস টাও চাইলে তুমি EDIT করতে পারবেনা। তোমার করা শেষ বাজে ব্যাবহার টার জন্যও তুমি কখনোই SORRY বলতে পারবেনা। যার মেসেজটা UNREAD করে রেখে দিছো পরে রিপ্লাই দিবোনি বলে। তার মেসেজটা কখনোই আর SEEN হবেনা। কালকে থেকে নামাজ পড়বোনি„ কালকে থেকে ঐ কাজটা করবোনি। এইসব প্রতিশ্রুতি গুলো কখনোই পূরন হবেনা !!

বিনা নোটিফিকেশনে মরন চলে আসবে„ একদম বিনা নোটিশে। ফেসবুকের নোটিফিকেশন আসে„ ইমেইলে তোমার ইমেইল আসে। কিন্তু মরন বিনা নোটিশে আসবে। তুমি কখনোই জানবেনা„ বুঝবেনা আগ থেকে„ যখন টের পাবা তখন দেরি হয়ে যাবে !!
তোমার জীবনে কালকে সত্যিই আসবে কিনা?? এটা তুমি জানোনা। হুট করেই পৃথিবী থেকে তুমি নাই হয়ে যেতে পারো এবং কি কোন একদিন যাবেও„ যেতে যে তোমাকে হবেই। সব আগের মতোই থাকবে„ বিশ্বাস করো শুধু তোমার আমার জন্য পৃথিবী থেমে থাকবেনা !!
ঐ ঘড়িটা টিক টিক করে চলতে থাকবে„ রাতের জোনাকি'রা মিটি মিটি আলো দিতে থাকবে„ সূর্য তার নিজ কক্ষপথেই ঘুরবে„ চন্দ্র ও তার জোৎস্না ছড়িয়ে যাবে। ফেইসবুকের একটিভিটি গুলো ও চলতে থাকবে„ গুগলের তথ্য ভান্ডার আরো শক্তিশালী হবে„ মানুষ গুলো তার স্টাইলেই চলবে„ গাড়ি গুলো ও যেমন গতিতে চলছে তেমন গতিতে চলবে !!
টিভির অনুষ্ঠান গুলো আগের মতই শিডিউল অনুসারে চলবে„ প্রিয় দলের খেলা গুলো ও চলবে„ প্রিয় খেলোয়াড়রা খেলবে। শুধু এই অনুষ্টান গুলো„খেলা গুলো দেখার জন্য তুমি থাকবেনা !! যে কাজটা করা যায়„ যে কথাটা বলার„ সে কাজটা এখনি করে পেলো„ সে কথাটা এখনি বলে ফেলো। জীবনের সব কিছুই অনিশ্চিত। ঠিক যেন NOW & NEVER এর মত !!
DO IT NOW & SAY IT NOW.. সুযোগ থাকতে কাজে লাগাও। আর যাইহোক„ পৃথিবী থেকে আপসোস নিয়ে চলে যেওনা। PLEASE তোমার শেষ নিশ্বাস টা যেনো একটা দীর্ঘশ্বাস না হয় !! So Becareful……

No comments

Powered by Blogger.