Blood Relations Are Not Always BiG Relation !!

Blood Relations Are  Not Always BiG Relation !!


রক্তের সম্পর্কই বড় সম্পর্ক, রক্তের টানই বড় টান !!
আমি ইহা বিশ্বাস করিনা, আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব ওনা !!
স্বাভাবিক ভাবেই আমরা দুই নর-নারীর দৈহিক মিলনের ফলেই জন্ম নেই। হয়তো সেই সেই নর-নারীর মাঝে কোন রক্তের সম্পর্ক থাকে না কিংবা তাদের মধ্যে ভালোবাসা বা মনের টান ছিলো বলেই তারা একে অপরের সাথে মিলিত হয়েছেন। হয়তো সেটা কোন একটা বৈধ সম্পর্ক (বিবাহিত) কিংবা অন্যভাবে। তাহলে আমরা রক্তের সম্পর্কে এত বিশ্বাসী কেনো?? রক্তের সম্পর্ক আসলে এতো আবেগ দেখাই কেন??

সবি তো আত্নার সম্পর্ক আর সেখান থেকেই আমাদের জন্ম। আমার পরিবারে যদি আমি সন্তান হয়ে জন্ম নাই নিতাম। যদি আমায় অনাথ আশ্রম থেকে নিয়ে এসে বড় করা হতো কিংবা কারো কাছ থেকে দত্তক নিয়ে এসে লালন-পালন করা হতো আমার পরিবারে। সেখানে সেই একি ভালোবাসা পেতাম,,রক্তের থেকেও দামী !!
রক্তের সম্পর্ক নয়, একি ভালোবাসা নিয়ে একি জায়গায় বড় হলে সেখানে আত্নার মিলন হয় !! আমার সাথে আমার ভাই ছোট্ট বেলা থেকে বড় না হয়ে যদি আলাদা জায়গায় দুজন বড় হতাম। তাহলে আমাদের মাঝে কে কার আপন হতো?? আপন হতে পারতাম না। রক্তের কোন টান নেই আছে শুধুমাত্র একটা বাধ্যবাধকতা। আর থাকলেও সেটা শুধু মুখে মুখেই, স্বভাবগত ভাবেই !!
সব আত্নার টান, মনের টান !! সম্পর্ক নির্ভর করে আমরা কোথায় এক সাথে বড় হচ্ছি। কে কাকে কতটুকু বিশ্বাস করছি। কে কার পিছনে সময় ব্যায় করছি। কে কার অনুভুতি কতোটা বুঝে নিতে পারছি। যার সাথে বড় হই তার প্রতি আমাদের অনুভব -অনুভূতির শক্তি জন্ম নেয়। ভালোবাসা ও আবেগের শক্তি জন্ম নেয়। আর কিছু নয়,একদম নয় !!
আচ্ছা রক্তের সম্পর্ক সবকিছুই হলে একটা ছেলে, কিংবা একটা মেয়ে কিভাবে মনের টানে ভালোবেসে পরিবারের সদস্য গুলোকে ছেড়ে অন্যত্র পাড়ি জমায়?? কিভাবে রক্তের সম্পর্কের সবাইকে ছেড়ে সেই মেয়েটা বা ছেলেটা সুইসাইড করে?? এই উত্তর একটাই। পাগলামি, তাইনা?? কিন্তু আমরাতো জানি সেই পাগলামিটা শুধু আবেগ, ভালোবাসা, আর মনের টান বা আত্নার টান থেকেই এসেছে !!
আচ্ছা আমরা অসুস্থতার জন্য একে-অপরের ব্লাড প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি। কার রক্ত কার শরীরে প্রবেশ করছে তাও জানি না। তাহলে নিশ্চয়ই আমরা একে-অপরের থেকে পর নই। যেথায় আত্না মিলে যায়,, সেথায় রক্ত না মিললেও চলে। রক্ত দিয়ে আপন সম্পর্কের সংজ্ঞা টানা নেহাতি ভুল, বড় ধরণের ভুল। অথচ আমরা এ ভুলটাই প্রতিনিয়ত করে চলছি !!

No comments

Powered by Blogger.